আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:০৪
বিডি দিনকাল ডেস্ক :-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর শোকবার্তা-বিশ্ব ফুটবলের যাদুকর দিয়েগো আর্মান্দো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজ এক শোকবার্তায় তারেক রহমান বলেন, ম্যারাডোনার মৃত্যু সংবাদে আমি গভীর শোকাহত। ফুটবলের মাঠে ম্যারাডোনার ক্রীড়া নৈপুণ্য তাঁকে স্মরণীয় করে রাখবে। আমি তাঁর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, শুভাকাঙ্খী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা:পৃথক এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েগো আর্মান্দো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, কোটি কোটি ফুটবলপ্রেমীদের শোকের সাগরে ভাসিয়ে ম্যারাডোনা চির বিদায় নিয়েছেন। ম্যারাডোনা ছিলেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি এবং বিশ্বের দুইজন সেরা ফুটবলারের একজন। ফুটবলের মাঠে তাঁর পায়ের কারুকাজের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
শোকবার্তায় তিনি দিয়েগো আর্মান্দো ম্যারাডোনার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও ফুটবলপ্রেমীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |