আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৫৮
রাজধানীর উত্তরার বিমানবন্দর থানা এলাকায় টায়ারের দোকানে চুরির ঘটনায় ১২ টি মামলার এজাহারনামীয় আসামি মোঃ রনি ওরফে গলাকাটা রনি (২৫) কে গ্রেফতার করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৪) রাত ৯:৩০ ঘটিকায় উত্তরার ১ নং সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর ২০২৪ ভোর ৫:০০ঘটিকার দিকে উত্তরার জসিম উদ্দিন রোডের “এইচ আর খান টায়ার অ্যান্ড ব্যাটারি শপ-১” নামক দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত দুষ্কৃতকারীরা দোকানের কেচি গেইট ও সাটার কেটে ৩৭টি টায়ার, ২০টি নতুন ব্যাটারি, ২৩টি পুরাতন ব্যাটারি ও দোকানের ক্যাশে থাকা নগদ এক হাজার টাকাসহ সর্বমোট সাত লাখ ৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ সংক্রান্তে দোকানের মালিক মোঃ ইউনুস খান বাদী হয়ে গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িতদের পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে গতকাল রাতে উত্তরার এক নম্বর সেক্টর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রনিকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত রনি একজন পেশাদার চোর ও ডাকাত। তার বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলা নগর থানা, মোহাম্মদপুর থানা, যাত্রাবাড়ী থানা, চকবাজার থানা ও ভোলা জেলার লালমোহন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ ১২টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত রনিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও চুরির সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।সূত্র:ডিএমপি
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |