আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:১৮
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ শিল্পাঞ্চল আশুলিয়ায় চাঞ্চল্যকর ফয়সাল কবির নামের এক যুবককে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে মানিকগঞ্জের শিবালয় এলাকা থেকে চারজনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন মঙ্গলবার বেলা ১১টার দিকে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির । সংবাদ সম্মেলনে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: কামাল হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) আব্দুল বারিক প্রমুখসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃতরা হলেন বগুড়া জেলার ধনুট থানার সোনারগাঁও এলাকার ইব্রাহিমের ছেলে শাহ আলম (২৬), মানিকগঞ্জের শিবালয় থানার বেচপাতা এলাকার আব্দুল মান্নাফের ছেলে মহিউদ্দিন মহির (৩০), ঢাকার আশুলিয়ার গাজিরচট আমবাগান এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাহুল (৩০) এবং একই এলাকার আনা মিয়ার ছেলে হাবিব (৩৪)।
অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহীনুর কবির বলেন, গত ৩০ নভেম্বর আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় ফয়সাল কবিরকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে সাথে সাথেই তদন্তে নামে আশুলিয়া থানা পুলিশ। হত্যার মোটিভ আয়ত্তে নিয়ে পুলিশ আসামিদেরকে শনাক্ত করে। তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে মানিকগঞ্জের শিবালয় থানা এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাÐে ব্যবহৃত দু’টি ছুরি, একটি চাপাতি ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।’ তিনি আরো বলেন, গ্রেফতার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমি নিয়ে বিরোধের জেরে ফয়সাল কবিরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছে। তাদেরকে ১৬৪ ধারায় জবানবন্দী দিতে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার ইউনিক এলাকার একাটি আঞ্চলিক সড়কে ফয়সালকে কুপিয়ে হত্যা করা হয়।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |