আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:১৭
রাজধানীর উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জুম্মন কাজী (২৪), ২। মোঃ হাসনাইন (২৮), ৩। মোঃ মিজানুর রহমান গাজী (২৪), ও ৪। মোঃ হোসেন (২০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি চাপাতি, দুটি ছুরি ও একটি লোহার শিকল উদ্ধার করা হয়।
সোমবার (০২ ডিসেম্বর) রাত ৮:২৫ ঘটিকায় উত্তরা পশ্চিম থানার ১০নং সেক্টর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানা সূত্র জানায়, উত্তরা ১০নং সেক্টরের মুনসুর আলী মেডিকেল কলেজের সামনে আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়কে ১৫/১৬ জন দেশীয় অস্ত্রসহ ডাকাতির উদ্দেশে অবস্থান করার সময় উক্ত চারজনকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানার রাত্রীকালীন টহল টিম। এ সময় তাদের সহযোগী ১০/১২ জন দৌড়ে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা চাপাতি, ছুরি ও লোহার শিকল নিয়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আশুলিয়া মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করতো এবং সুযোগ পেলেই পথচারী ও বিভিন্ন গাড়ি আটকিয়ে ডাকাতি করতো।
উল্লেখ্য, গ্রেফতারকৃত মোঃ জুম্মন কাজীর বিরুদ্ধে রাজধানীর পল্লবী ও শেরেবাংলা নগর থানায় দুটি ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের উত্তরা পশ্চিম থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ডাকাত দলের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।সূত্র:ডিএমপি
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |