আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:২৭
pnbd24:-মানবপাচার, অর্থপাচার, প্রতারণার অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলের নানা অপকর্মের তথ্য প্রমাণ পেয়েছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। কুয়েতের অন্যতম প্রভাবশালী দৈনিক আরব টাইমস মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রেফতার বাংলাদেশি আইনপ্রণেতার বিরুদ্ধে শুধু অর্থ ও মানব পাচার নয়, তার প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে বিপুলসংখ্যক কর্মীর সঙ্গে প্রতারণার তদন্তও চলছে। এখন পর্যন্ত সাতজন কর্মী তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এবং সুনির্দিষ্ট অভিযোগ করেছেন।
এই সাতজন জানান, তাদের মতো বাংলাদেশিদের কুয়েতে ভালো চাকরি দেওয়ার কথা বলে জনপ্রতি আড়াই থেকে তিন হাজার কুয়েতি দিনার (ছয় লাখ ৯০ থেকে আট লাখ ২৮ হাজার টাকা) নিয়েছেন এমপি পাপুল। নিয়ে যাওয়ার পর তাদের স্থায়ী চাকরি দেওয়া হয়নি। কাজের জন্য অনুমতি বা `আকামা’ও দেওয়া হয়নি। বরং এই কর্মীদের জোর করে তার কোম্পানিতে বিনা বেতনে কাজ করতে বাধ্য করা হতো। আবার ভিসা নবায়নের জন্য আলাদাভাবে অর্থ আদায় করতেন তিনি। এভাবে কর্মীদের শোষণ করেছেন তিনি। এ ধরনের শোষণ কিংবা প্রতারণার অর্থ পাচার ও মানব পাচারের ব্যাপারেও তদন্ত সংস্থা যথেষ্ট প্রমাণ পেয়েছে।তাদের সাক্ষ্য থেকে প্রায় ২০ হাজারের বেশি অদক্ষ শ্রমিককে চাকরি দেওয়ার নামে বাংলাদেশ থেকে কুয়েতে নিয়ে আসার প্রমাণ পাওয়া যাচ্ছে।
এদিকে পাপুলের শিকারুক্তিতে ১২জন কুয়েতি সহ তার কোম্পানিটির আরও ৬জন বাংলাদেশীকেও গ্রেফতার করেছে সিআইডি ।গ্রেফতারকৃতদের মধ্যে তার দুই ভাইও রয়েছে বলে বিশ্বস্থ সূত্র থেকে জানা যায় ।আরেক ভাই আত্মগোপনে রয়েছে ।
এদিকে কুয়েতের আরবি দৈনিক আল রাই জানিয়েছে, পাপুলের বিরুদ্ধে বিপুল অর্থ যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে পাচারের তথ্যও এসেছে গোয়েন্দা সংস্থার হাতে। এ কারণেই নিবিড় তদন্তের স্বার্থে পাপুলকে তদন্তকালীন পুরো সময় আটক রাখার ব্যাপারে অবস্থান নিয়েছে গোয়েন্দা সংস্থা।
পাপুলের মাধ্যমে কুয়েত যাওয়া নিয়ে প্রতারণার শিকার প্রবাসীরা ফেসবুকে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তারা দেশেও এমপি পাপুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। প্রবাসী সূত্রগুলো জানায়, কুয়েতে পাপুলের মালিকানাধীন ছয়টি কোম্পানি রয়েছে। তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে এসব কোম্পানি বাজেয়াপ্ত হতে পারে। তারা বলছেন, অবৈধ সম্পদ রক্ষার জন্যই পাপুলের দরকার ছিল কূটনৈতিক পাসপোর্টের।
কুয়েতের আরবি দৈনিক আল রাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশি ধনাঢ্য ব্যক্তি’ পাপুল কুয়েতে চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে প্রায় সাড়ে পাঁচ কোটি কুয়েতি দিনার (এক হাজার ৫১৮ কোটি টাকা) হাতিয়ে নিয়েছেন বলে অপরাধ তদন্ত সংস্থা তথ্য পেয়েছে। এই অর্থের একটা বড় অংশ তিনি যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে পাচার করেছেন বলেও অপরাধ তদন্ত সংস্থার কাছে তথ্য এসেছে। পাপুলকে আটকের পর এ বিষয়টি নিয়েই নিবিড় তদন্ত চলছে। এই প্রতিবেদনে আরও বলা হয়, তার বিরুদ্ধে কর্মকর্তাদের বিলাসবহুল গাড়ি ঘুষ দেওয়ার অভিযোগের তদন্তও চলছে।
কুয়েতে পাপুলের সাম্রাজ্য :কুয়েতে প্রবাসীদের সূত্রে জানা যায়, সেখানে এমপি পাপুলের মালিকানাধীন ছয়টি কোম্পানি রয়েছে। এগুলো হচ্ছে- মারাফিয়া কুয়েতিয়া গ্রুপ, মারাফিয়া কুয়েতিয়া প্রজেক্ট ম্যানেজমেন্ট, মারাফিয়া কুয়েতিয়া ট্রেডিং অ্যান্ড কনট্রাকটিং, মারাফিয়া সিটি লিংকস ট্রাভেল এজেন্ট, মারাফিয়া সিকিউরিটি অ্যান্ড আইটি সল্যুউশনস এবং মারাফিয়া ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ।
১৯৯৩ সালে একটি কোম্পানির সুপারভাইজার হিসেবে চাকরি শুরু করা পাপুল ১৯৯৮ সালে নিজের ক্লিনিং ব্যবসা শুরু করেন। পরে এর নাম দেন মারফিয়া কুয়েতিয়া। তবে তার অর্থ উপার্জনের সব পথ বৈধ ছিল না। বিশেষ করে তার প্রতিষ্ঠানে অবৈধভাবে বিনা বেতনে লোক খাটানোসহ মানি এক্সচেঞ্জ ব্যবসায় অবৈধ উপায়ের কিছু ঘটনা প্রকাশ পেতে শুরু করলে তিনি এক পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি হিসেবে নিজের পরিচয় প্রতিষ্ঠার জন্য তৎপর হয়ে ওঠেন।
সূত্র জানায়, অবৈধ সম্পদ রক্ষার জন্যই তার দরকার হয় একটি কূটনৈতিক পাসপোর্টের। এমপি পাপুল ওয়ার্ক পারমিট নিয়েই কুয়েতে ব্যবসা পরিচালনা করছিলেন। তিনি কুয়েতের স্থায়ী নাগরিকত্ব নেননি। এ কারণে বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টধারী হলে তিনি কুয়েতে ‘ডিপ্লোম্যাটিক সুবিধা’ পাবেন, এ চিন্তা থেকেই মূলত তিনি যে কোনো মূল্যে এমপি হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। এ কারণেই একাদশ জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের একটা বড় অংশের সমর্থন পান। তবে তিনি নির্বাচন করেন স্বতন্ত্র হিসেবে।
ঢাকা ও কুয়েতের কূটনৈতিক সূত্রগুলো বলছে, এমপি পাপুলের বিরুদ্ধে আনা অভিযোগের মাত্রা গুরুতর বিবেচনাতেই যতদিন প্রয়োজন ততদিন রিমান্ডে রাখার অনুমতি দিয়েছে স্থানীয় আদালত। তাই এমপি পাপুলের পক্ষে তার আইনজীবী ও কুয়েতি পার্টনার জামিনের আবেদন করলেও তা রাখা হয়নি।দেশটির আইন অনুযায়ী কুয়েতে অর্থ ও মানবাপাচার বড় অপরাধ হিসেবে বিবেচিত হয়।
তবে কুয়েতে অভিযোগ প্রমাণিত হলে কি সাজা হবে পাপুলের। কুয়েতের ২০১৭ সালের এক মামলার রায়ে বিস্তারিত উল্লেখ করা হয়। দেশটির আইন অনুযায়ী অর্থপাচার প্রমাণিত হলে ৭ বছরের সাজা হবে পাপুলের। সেই সাথে মানবপাচার প্রমাণিত হলে সাজা হবে ১৫ বছর। আর সেক্সুয়াল মানবপাচার প্রমাণিত হলে সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড।(10-6-2020)
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |