আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫১
দিনাজপুর : আজ বুধবার নাশকতা ও বিস্ফোরক আইনে সাবেক হুইপ ইকবালুর রহিম এমপিসহ ৫৫ জনের নামে ও অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে ২৫৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দিনাজপুর সদর কোর্ট পুলিশ পরিদর্শক মো. মাহামুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, এই মামলার বাদী শহরের ছোট গুড়গোলা মহল্লার মো. রফিকের ছেলে মো. রনি (২৪)। বুধবার দুপুর আড়াই টার দিকে দিনাজপুর সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এই মামলাটি দায়ের করেন।
বাদী তার মামলায় অভিযোগ করেন, গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহরে সদর হাসপাতাল মোড়ে বাদীসহ কয়েক শত আন্দোলনকারী সরকারবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করছিল। এ সময় মিছিলে, আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র, বিস্ফোরণ দ্রব্য ও লাঠি সোটা নিয়ে হামলা চালায়। এ ছাড়া মিছিলকারীদের ওপর ককটেল ও বিস্ফোরক নিক্ষেপে এবং গুলি করে তাদের গুরুতর আহত করে।
সূত্রটি জানায়, মামলায় অন্যতম আসামি রয়েছে। সাবেক হুইপ এবং এমপি ইকবালুর রহিম (৫৫), জেলা শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এসএম শামীম আলম সরকার বাবু (৫৩), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেমি (৪৩), ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক (৪২), গাউসিয়া মিঠু (৫০), সাবেক সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসলিন লুনা (৪০), ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম (৪৮), বোচাগঞ্জ জহুরা অটোরাইস মিল মালিক আব্দুল হান্নান (৫৫), দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাসুদ আলমসহ ৫৫ জন ও অজ্ঞাতনামা ২০০ জনসহ মোট ২৫৫ জনকে এই মামলায় আসামি করা হয়েছে। (বাসস)
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |