আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৩৯
দাউ দাউ জ্বলল সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের সমাধি। পূর্বাঞ্চলীয় লাতাকিয়ায় অবস্থিত তার সমাধিতে বিদ্রোহী যোদ্ধারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
হাফিজ আল আসাদ পলাতক সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পিতা। কিন্তু বাশার আল আসাদ দেশে এতটাই ঘৃণা অর্জন করেছেন যে, সেই ঘৃণার আগুনে শেষ পর্যন্ত পুড়তে হলো তার পিতাকে। সশস্ত্র যোদ্ধাদের দেয়া আগুনে দাউ দাউ করে জ্বলল হাফিজ আল আসাদের কবর। এ সময় তা ঘিরে দাঁড়িয়ে থাকা সশস্ত্র বিদ্রোহী যোদ্ধাদের পোজ দিতে দেখা যায়।
শক্তিশালী সামরিক নেতা হাফেজ আল-আসাদের পুত্র বাশার আল-আসাদ। উত্তরাধিকারসূত্রে পিতার কাছ থেকেই ক্ষমতা পেয়েছিলেন আসাদ। ১৯৭১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন আসাদের পিতা হাফেজ আল-আসাদ। পিতার মৃত্যুর পর প্রায় দুই যুগ স্বৈরশাসক হিসেবে সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে ছিলেন আসাদ। লৌহমুষ্টিতে শাসন করা আসাদের পতনের মধ্য দিয়ে টানা ৫০ বছরের বেশি সময়ের স্বৈরতন্ত্রের অবসান ঘটালো এমনটাই দাবি বিদ্রোহীদের। রোববার ভোরে দামেস্ক দখলের কথা জানিয়েছিলেন তারা। রাজধানীতে প্রবেশের সময় কোনো ধরনের সামরিক বাধার সম্মুখীন হননি বিদ্রোহীরা। তারা জানিয়েছেন আসাদ তার ব্যক্তিগত বিমানে করে সিরিয়া ত্যাগ করেছেন।
এতে বলা হয়, ২০০০ সালের জুনে পিতার মৃত্যুর এক মাসের মাথায় সিরিয়ার প্রেসিডেন্ট পদে বসেন আসাদ। সেসময় তিনি একজন মেডিকেলের ছাত্র ছিলেন। প্রেসিডেন্ট পদের পাশাপাশি বাথ পার্টির নেতা এবং সামরিক বাহিনীর কমান্ডার হয়েছিলেন সদ্য ক্ষমতাচ্যুত আসাদ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |