আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:২৪
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন,শহীদ বুদ্ধিজীবি দিবসে স্মরণ করছি সেই সব শহীদদের,যারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। শহীদদের আত্মত্যাগ জাতি কখনও ভূলবে না।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানানোর পূর্বে তিনি এ সব কথা বলেন।
জনগণের ইচ্ছা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে উল্লেখ করে আমিনুল হক বলেন,স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও বাংলাদেশে যাতে আর কোন গণতন্ত্র পুনরুদ্ধার,গণতন্ত্র রক্ষা ও জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য আর কোন ভাইকে আর কাউকেই প্রাণ দিতে না হয়,এর জন্য যেন আর কোন রক্তপাত না হয়। জাতি এটাই প্রত্যাশা করে।
এর আগে বিএনপির উদ্যোগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কালে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড.আবদুল মঈন খান,নজরুল ইসলাম খান,এ জেড এম জাহিদ হোসেন,বিএনপি কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম,বিএনপি যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ,খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল,শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী,কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব,মীর সরাফত আলী সপু, শামীমুর রহমান শামীম,বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামান,ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু,সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সকাল থেকেই শ্রদ্ধা নিবেদনে সম্মিলিত পেশাজীবিপরিষদ,আইনজীবীফোরাম,ড্যাব,জাতীয়তাবাদীযুবদল,ছাত্রদল,মহিলাদল,মৎস্যজীবিদল,কৃষকদল,শ্রমিকদল,জাসাস,ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির শ্রদ্ধা নিবেদনকালে মহানগর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন,ফেরদৌসী আহমেদ মিষ্টি,এ বি এম এ রাজ্জাক (দপ্তর), আক্তার হোসেন,আতাউর রহমান চেয়ারম্যান,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,তুহিরুল ইসলাম তুহিন,এম কফিল উদ্দিন আহমেদ,হাজী মোঃ ইউসুফ,মাহাবুবুল আলম মন্টু,মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, আলী আকবর আলী,ডাঃ এ কে এম কবির আহমেদ রিয়াজ,হুমায়ুন কবির রওশন,শামীম পারভেজ,সাজ্জাদ হোসেন মোল্লা,নুরুল হুদা নূরু,রফিকুল ইসলাম খান,এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল (সহ-দপ্তর),জাহেদ পারভেজ চৌধুরী ও তাসলিমা রিতা প্রমুখ।
এসময় শ্রদ্ধা নিবেদনে ঢাকা মহানগর উত্তর বিএনপির মিরপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বাশার ভূইয়া,শ ম আরিফ উল্লাহর নেতৃত্বে,কাফরুল থানার বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আকরামুল হক ও যুগ্ম আহবায়ক সাব্বির দেওয়ান জনির নেতৃত্বে,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজীর নেতৃত্বে, বিমানবন্দর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক,মন্জুর হোসেন পাটোয়ারী,বশির উদ্দিন এর নেতৃত্ব,রুপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জি: মজিবুল হক,যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু, শেখ হাবিবুর রহমান হাবিব,অলিউল হাসানাত তুহিন,উত্তরা পূর্ব থানা বিএনপি যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম খান, খিলক্ষেত থানা বিএনপির আহবায়ক এস এম ফজলুল হক,যুগ্ম আহবায়ক সিএম আনোয়ার হোসেন এর নেতৃত্বে,শাহআলী,বাড্ডা,ভাটারা,রামপুরা, তুরাগ, তেজগাঁও, শেরেবাংলা নগর,আদাবর, বনানী,গুলশান,দক্ষিণখান,উত্তরা পশ্চিম ও দারুসসালাম থানা বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।
এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ টি থানা ও ৭১ টি ওয়ার্ড নেতাকর্মীরা স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান।
রায়ের বাজার বুদ্ধিজীবি কবরস্থান : রায়ের বাজার বুদ্ধিজীবি কবরস্থানে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা আব্দুস সালাম। এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ ইউসুফ ও মহানগর উত্তর বিএনপির সদস্য এম এস আহমাদ আলীসহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |