আজ শুক্রবার | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৩রা রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩০
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ডামুড্যা উপজেলা বিএনপি ও সকল সহযোগী-অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) বিকালে ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শরীয়তপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি বিশেষ কারণে আসতে পারেনি। তবে তিনি প্রতিনিধির মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
ডামুড্যা পৌরসভা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক মাঝী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম ফজলুল করিম মিয়া’র পুত্র ও শরীয়তপুর জেলা বিএনপি’র সহ-শিল্প বিষয়ক সম্পাদক রেজাউল করিম শ্যামল বেপারী।বিশেষ অতিথি ছিলেন, ডামুড্যা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলমাস সরকার, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মীর, ইসলামপুর ইউনিয়নের সভাপতি আঃ মজিদ মাদবর, ডামুড্যা উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান রিপন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মাহিনুর সরদার, মোঃ লিটন সিকদার, সাব্বির সিকদার, নিরব মীর, জাকারিয়া দুলাল, রাজা বেপারী, বাকের বেপারী, আবু তাহের বেপারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পলাশ ঢালী ও ইব্রাহিম সিকদার জুয়েল।অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রধান বক্তা রেজাউল করিম শ্যামল বেপারী বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের দীর্ঘায়ুর জন্য সবাই দোয়া করবেন। এছাড়া তিনি বলেন, দলের জন্য কাজ করলে; দেশের জন্য কাজ করা হবে। কারণ বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয়নেতা তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে হবে।
তিনি আরও বলেন, শরীয়তপুর জেলা সহ ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলার বিএনপি’কে এগিয়ে নিতে শরীয়তপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ডামুড্যার সেলিম পরিবারের কৃতি সন্তান আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম এর অবদান অপরিসীম। তিনি আমাদের প্রেরণা ও সাহসের প্রতীক। তিনি বিএনপির আদর্শের আলো ছড়িয়ে যাচ্ছেন। তার আত্মত্যাগ ও সাহসী নেতৃত্বই আমাদের প্রেরণা। জাতীয়তাবাদী আন্দোলনকে শক্তিশালী করতে তার অবদান অনন্য এবং অতুলনীয়। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম শুধুমাত্র একজন নেতা নন বরং এঅঞ্চলের জাতীয়তাবাদী আদর্শের অভিভাবক। যার সঠিক দিকনির্দেশনা আমাদের পথ দেখিয়েছে। তার নেতৃত্বে বিএনপি এক নতুন গতিশীলতা লাভ করেছে। তাকে আমরা শরীয়তপুর তথা এঅঞ্চলে পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা তার নেতৃত্বেই এগিয়ে যেতে চাই।
তারা আরও বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল। সাধারণ মানুষের জন্যই আমাদের রাজনীতি। যখন একটি পক্ষ পুরো রাষ্ট্রকে বিলীন করে দেওয়ার চক্রান্ত করে ছিল; তখন বিএনপি অতন্দ্র প্রহরীর মতো স্বাধীনতা-সার্বভোমত্ব রক্ষায় অকাতরে জীবন বিসর্জন করেছে। জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা আর বেচে থাকার অধিকার নিশ্চিত করতে রাজপথের আন্দোলন করেছি আমরা। যে আন্দোলনে দেশের আপামর জনসাধারণ অকৃত্রিম সমর্থন দিয়ে, সাহস দিয়ে, পাশে থেকে এগিয়ে নিয়ে ছিল। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিএনপি করতে চাই। বিএনপি পরিবার সবাই এক থাকতে চাই।
Dhaka, Bangladesh শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:04 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:45 PM |