আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৫৪
মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জে মকবুল স্মৃতি সংসদের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ৬নং গুপ্টি ইউনিয়নের লাউতলী উচ্চ বিদ্যালয়ে , ৯ নং গোবিন্দপুর ইউনিয়ন ও ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের আইলের রাস্তা এলাকায়, ১১ নং ও ১২ নং চর দুখিয়া ইউনিয়নে চাইল্ডহুড একাডেমিতে এবং ১৬ নং রুপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালান্দিয়া উচ্চ বিদ্যালয়ে গরিব অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের রুপসা বাজার ও ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালির বাজার এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বুধবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিক্ষা উপকরন ও কম্বল বিতরণ কালে মকবুল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন ফখরুল আহমেদ ফয়সাল বলেন আমার বাবার নামে প্রতিষ্ঠিত এই স্মৃতি সংসদটি একটি অরাজনৈতিক সংগঠন, দীর্ঘ ২৮ বছর ধরে আমি এই সংগঠনের মাধ্যমে মানুষের জন্য কাজ করে আসছি। আজকে যেসকল শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হচ্ছে এদের মধ্য থেকেই আগামীতে এমন কেউ বের হয়ে আসবে যে এসমাজের নেতৃত্ব দিবে। আমি চাই সকল শিশু সুশিক্ষিত পদমর্যাদার অধিকারী হোক। এবং শীতের দিনে মানুষের বসবাস করতে অনেক কষ্ঠ হয় তাই শীতার্ত মানুষের জন্য আমার এই ক্ষুদ্র উপহার তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি।
উপজেলার ইউনিয়ন পর্যায়ে দিনব্যাপি শিক্ষা উপকরন ও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠন ও মকবুল স্মৃতি সংসদের নেতৃবৃন্দ ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |